Arch Linux এবং কিছু কথা
আর্চ লিনাক্স হল লিনাক্স কার্নেল এর উপর ভিত্তি করে তৈরি একটা ডিস্ট্রো। এবং লিনাক্স কার্নেল এর ভিত্তি করে তৈরি প্রতিটি ওএসকে এক একটি ডিস্ট্রো বলে। এখন লিনাক্স এর গুণগান যদি গাওয়া শুরু করি তবে এটা মেগা না গিগা না একে বারে টেরা পোস্ট হয়ে যাবে। তাই আমি সেদিক যাচ্ছি না আশা করি একটু গুগল মামা না হলে স্রদ্ধেয় আদনান কায়ুম ভাই এর ব্লগ একটু ঘাটাঘাটি করলেই লিনাক্স সম্পর্কে আপনার জ্ঞানের ঘটি পুর্ন হবে। আর আজকে আমার আলোচনার বিষয় আর্চ লিনাক্স এর কিছু সুবিধা ও অসুবিধা আর অন্য ডিস্ট্রো সাথে তুলনা মূলক বৈশিষ্ট্যর মধ্যেই সীমাবদ্ধ থাকবে।...